SSS স্বম্বন্ধে

SSS, বিশ্বের উচ্চ শক্তি এবং উচ্চ গতি সম্পন্ন যন্ত্রের জন‍্য ব্যবহৃত Over-running Clutch গুলোর প্রসিদ্ধ সরবরাহকারী প্রতিষ্ঠান।

আজ থেকে প্রায় ৪০ বছর আগে SSS Gears যখন তার যাত্রা শুরু করে, ঠিক তখন থেকেই SSS Gears মূলত উচ্চ গতি ও ক্ষমতা সম্পন্ন যন্ত্রে ব‍্যবহৃত SSS Clutch এর বাজারজাত, উন্নয়ন এবং উৎপাদনের দিকে মনোনিবেশ করে আসছে। মূলত এই একটি পণ‍্যের নানাজাতীক ব‍্যবহারে নৈপূণ‍্যতা অর্জন ও সুনির্দিষ্ট বাজার কে লক্ষ‍্য করেই আমাদের এই কোম্পানি অন‍্য কোন ক্ষেত্রে ব‍্যবসা বিস্তার করেনি।All SSS Clutches are dynamically tested in our test facilities.

স্বল্প মূলধনে বেশি কার্য সম্পাদনের নীতির উপর বিশ্বাস করেই অনেকটা ইচ্ছাকৃত ভাবে SSS Gears তার কর্মচারী সংখ‍্যা সর্বদাই সীমিত রেখেছে। এতে করে উচ্চ পদস্থ কর্মকর্তারা একটি ক্লাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে প্রত‍্যক্ষ ও পরোক্ষ ভা‍বে সম্পৃক্ত হতে পারেন।

কোম্পানির শুরুর সময়ই সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে সকল প্রকার উৎপাদন, ঠিকাদারির মাধ‍্যমে করা হবে এবং এ‍্যাসেম্বলি ও পরীক্ষা কোম্পানির নিজস্ব পরিসীমায় করা হবে। মূলত এই নীতির জন‍্যই কোম্পানির কর্মচারী সংখ‍্যা সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। এছাড়া ঠিকাদারীর ফলে কোম্পানি তার ইচ্ছামত ঠিকাদারের কার্যক্ষমতা, নেয‍্য দাম এবং উচ্চমান বাছবিচার করে বিভিন্ন ঠিকাদারদের কাজ পারে। এতে করে নিজ পরিসীমায় উৎপাদনের সকল প্রকার জটিলতা এড়ানো সম্ভব হয়।

উচ্চমান সম্পন্ন ক্লাচ স্বল্প দামে ও স্বল্প সময়ে উৎপাদন SSS Gears এর এই সিদ্ধান্ত ও নীতির কারনেই সম্ভব হয়েছে। এ‍বং কোম্পানির আয়তন ছোট রাখার কারনেই আজ পর্যন্ত কোম্পানি নিজ মালিকাধিনে রাখা সম্ভব হয়েছে।